__temp__ __location__
`

রাজধানীর বাড্ডায় জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকারকে (৫০) গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা–পুলিশ। রোববার দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দেলোয়ার হোসেন (৫৭) ও মো. নূর আলম ওরফে অনি (৩৩)।

বাড্ডা থানা–পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় জুয়েল খন্দকারের কাছে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে অস্ত্রধারী একটি চাঁদাবাজ গ্রুপ। চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা জুয়েলের ডান ঊরুতে গুলি করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত রোববার জুয়েল বাদী হয়ে বাড্ডা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতে দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তাঁরা একটি পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।  

শাহজাদা সংগ্রাম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *