__temp__ __location__
`

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ছেলের দার কোপে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম বিনোদ বিহারী মজুমদার। তিনি উপজেলার ময়ূরখীল এলাকার বাসিন্দা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনোদ বিহারী মজুমদারকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এরপর আহত অবস্থায় প্রথমে তাঁকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বিনোদ বিহারীকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহি উদ্দিন প্রথম আলোকে বলেন, আহত বিনোদ বিহারীর অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। তাঁর হাত ও মাথায় জখমের চিহ্ন ছিল।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘গভীর রাতে ছেলে খোকন মজুমদারের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি, জমি বিক্রির টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাবাকে কুপিয়ে জখম করেন ছেলে খোকন। এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার পর থেকে খোকন মজুমদার পলাতক।’

শাহজাদা সংগ্রাম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *