সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকার থেকে ২ বাংলাদেশি নাগরিকসহ ১৯ জনকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনায় এক মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার বাসিন্দা জাফর আলমের বাড়ি থেকে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। প্রথম আলোকে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বাহারছড়ার মধ্যম কচ্ছপিয়া বাসিন্দা জাফর আলমকে (৩০) আটক করা হয়েছে। উদ্ধার করা রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকার কয়েকটি বসতঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু রোহিঙ্গা নাগরিককে জড়ো করার খবর পায় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। পরে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে টের পেয়ে কয়েকজন সন্দেহজনক লোকজন দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থলের ঝুপড়ি থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ১৯ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুই বাংলাদেশি এবং অন্যরা রোহিঙ্গা নাগরিক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আটক মানবপাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *