__temp__ __location__
`

আদেশ না মানায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনার তিন বিভাগীয় কমিশনার, তিন জেলা প্রশাসক এবং দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।

আগামী ১২ই ফেব্রুয়ারি স্বশরীরে আদালতে হাজির হয়ে অবৈধ ইটভাটা বন্ধের আদেশ পালন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে সরকারি এই কর্মকর্তাদের।

আজ বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়।

যাদের হাজির হতে বলা হয়েছে তারা হলেন নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা।

আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধে ২০২২ সালের নভেম্বর এবং ২০২৪ সালের নভেম্বরে দেয়া হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় তাদের তলব করা হয়েছে।

সারা দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন একটি রিট করে।

ওই রিটের শুনানি শেষে ২০২২ সালের নভেম্বরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

শাহজাদা সংগ্রাম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *